1) রিমঝিম কবিতা কবিতা
আকাশে মেঘের গর্জন ,
মেঘের বুক চিড়ে বিজলির ঝলকানি ,
মনে আমার  অতৃপ্তির দাবদাহ ।
বহুদিন পরে অঝোর বর্ষণে সিক্ত হলাম ,
বুকের গভীরে জমা ধুলিধূসরিত  বিস্মৃত কবিতাগুলো -
রিমঝিম বৃষ্টির ধারায় সবুজ হল ;
ঝটপটিয়ে  ডানা মেলে , মেঘমল্লার হয়ে -
উড়ে গেল  দিগন্তহীন মেঘলা আকাশের পানে ।
জানিনা ওরা ফিরবে কিনা কখনও আবার ;
ঝাঁকবাঁধা মৌসুমী চক্রবাক -
অথবা পিপাসা-তৃপ্ত  চাতকের মত !
যতদিন না ফেরে কবিতার ঝাঁক ,
বুকের মাঝে  গভীর এবড়োখেবড়ো শূন্যতা ।।


2) শব্দ  খেলা
এসো না শব্দ নিয়ে কিছুক্ষণ ,
একান্তে এক্কা-দোক্কা খেলি ।
তোমার ঠোঁট -ছোঁয়া শব্দ আমার শরীরে  ,
আর আমার উচ্চারিত শব্দগুলো তোমায় -
  চুম্বনস্পর্শে শিহরিত করুক ।
হোলির সময়ে যেমন ,মুঠো মুঠো ফাগ ,
তোমার শরীরের আনাচেকানাচে মাখিয়ে দিই ;
তেমনই মুঠো মুঠো শব্দ দিয়ে ,
তোমায় আকন্ঠ আদর করব চাঁদনি রাতে রাতভর -
ভালবাসার শব্দ-শয্যায়  সঙ্গমরত হবো বারংবার ।
                                                               - অকবি -