এক ফিল্মি নক্ষত্রের নির্বাচন সভা -
চারিদিকে জনতার ভনভন , মাইকের হুঙ্কার ,
না-বুঝ অবোধ ক্যাডার -কর্মীদের সোচ্চার চীৎকার ।
নায়ক নেতা পৌঁছে গেলেন ঠান্ডা গাড়ি চড়ে ,
রোদে -ভাজা  জনতা হামলে পড়ে -
সেই মহাকাশের নক্ষত্র  নায়ককে ঘিরে ।
নায়ক  মঞ্চে উঠে , মিষ্টি হেসে করেন নমস্কার ,
কোমড়ের মোচড় মেরে -
হিট ফিল্মের লাইন গেয়ে গলা পরিষ্কার ।
বলেন তিনি - ও জনগণ ,
নক্ষত্রলোক থেকে বহুদিন দেখেছি তোমাদের ,
ক্ষুদ্র জীবাণুর মত আকৃতি প্রকৃতি ।
শুনেছি তোমাদের আসল খিদে পায় ,
খাবার না পেলে কষ্ট হয় , কষ্ট হলে কান্না পায় ;
কান্নাকাটির সময়ে আসল অশ্রুপাত হয় !
চিন্তা নেই , তোমাদের আসল ভোটটা আমাকে দাও ।
আমি তোমাদের নকল দুঃখ -
আর গ্লিসারিনের নকলি কান্নার অভিনয় শেখাবো ।
সব আসল দুঃখ কষ্ট  হবে দূর ,
নকল হাসিতে দুনিয়া হবে ভরপুর ।
ভোটে জিতে  তোমাদের আসলি জয়ধ্বনি নিয়ে ,
ফিরে যাবো জনগণের নাগালের বাইরে -  সুদূর  নক্ষত্রলোকে ।
তোমরা নকল হাসি , নকল কান্না নিয়ে ,
থাকবে সুখে এই ইহলোকে অথবা রৌরব নরকে ।।


(   মেগাস্টার নায়ক নায়িকাদের হঠাত্ নির্বাচনে লাফিয়ে নেমে জনতার সেবা করার হিড়িক পড়ে গিয়েছে । এই বিষয়ে কিছু ভাবনা কবি বন্ধুদের সামনে রাখলাম। ভাল লাগলে খুশি হবো )
                                                - অকবি-