অনেক হাজার বছর ধরে ,
পথ চলেছি যূথবদ্ধ হয়ে ;
পার করেছি -
অনেক বিশাল নদী , পাহাড় , সমুদ্র ;
পেরিয়ে এসেছি উত্তুঙ্গ হিমালয়ের হিমশৈল চূড়া ।
পথ চলতে চলতে , বাঁচার লড়াই জিততে ,
আমি হয়েছি সর্বভুক , পরাজিত ক্ষুধা ;
যত জানোয়ার পড়েছে আমার পথে ,
শিকার করেছি তাদের , মিটিয়েছি খিদা ।
জীবনের সাথে পাঞ্জা লড়তে লড়তে ,
শিড়দাঁরা  ক্রমাগত   করেছি সিধা,
সমৃদ্ধ করেছি বুদ্ধি , চিন্তা ও মেধা ।


আজ আমি জয়ী পৃথ্বীরাজ ,
আমার ভয়ে থরথর খাঁচায় বন্দী পশুরাজ ।
খেয়েছি সবার অস্থি পঞ্জর ও মজ্জা ,
সকল পশুর রক্ত মিশ্রিত আমার রক্তে ।
অকাট্য প্রমাণ নিহিত  ,মানুষের চরিত্রে ;
অনেক মানুষ নেকড়ের মত হিংস্র  ,
অনেকে আবার শৃগালের মত ধূর্ত ;
দেখা পাই নেংটির মত ভীতু কাপুরুষ ,
অথবা শকুনের মত ভাগাড় লোভী মানুষ ।
আমরা বিজয়ী পৃথ্বীরাজ ,
জয়ের পথে মানিনি বাধা , খুইয়েছি লাজ ।
আমরা বিজয়ী পৃথ্বীরাজ ।


পৃথিবী জয়ের শেষে ,লক্ষ্য মোদের মহাকাশ ;
নিঃশ্চিন্তে ঘুমন্ত গ্রহপুঞ্জ -
যে কোনদিন মারবো থাবা ওদের বুকে ,
যা পাবো লুটে নেবো ;
গ্রহ থেকে গ্রহান্তরে -
হিংসা , লালসা আর স্বার্থের বীজ ছড়িয়ে দেবো ;
আমরা  মহাকাশের দখল নেবো ,
আমরা রাজাধিরাজ   মহাবিশ্বরাজ হবো ।।
                                                  - অকবি-