আমার পিছনে বিগত পুরুষ ,
সামনে আগামী প্রজন্ম ,
মাঝে  আমি দাঁড়িয়ে  - মধ্যপুরুষ বর্তমান ।
আমি বিগত পুরুষের স্বপ্নাংশ ;
যুগ-যুগান্তরের নিয়ম মেনে ,
আগামী প্রজন্মকে হতে হবে  আমার স্বপ্নবাহক ?
আগামী পৃথিবীটা কি তবে বাঁধা রয়ে যাবে ,
জন্ম-জন্মান্তরের  অসম্পূর্ণ স্বপ্নের ভগ্নাংশ হয়ে !


আমি বর্তমান ,
আমার কাঁধে পূর্বজ  পুরুষের স্বপ্নভঙ্গের খতিয়ান ;
বুকের ভিতরে নিজের অপূর্ণ স্বপ্নের ভগ্নাবশেষ ।
উত্তরপূরুষকে কোন স্বপ্ন-প্রদীপ দিয়ে যাবো ,
ভাবিকালের  চলার পথ খুঁজে নিতে !
বহুযুগের পুরনো ভাঙাচোরা মরচেধরা স্বপ্নগুলো ,
আমারই পাঁজরে কবরস্থ থাক  ;
আগামী প্রজন্ম ,স্থবির পরম্পরা থেকে মুক্তি পাক ।  


সবুজ আগামীরা ,
তোমরা নিজেদের স্বপ্ন নিজেরাই তৈরি করো ;
দীর্ঘদিনের সঞ্চিত স্বপ্নের ধ্বংসাবশেষ থেকে ,
দুনিয়াকে শাপমুক্ত আর আমাদের দায়মুক্ত করো ।
নতুন স্বপ্ন দিয়ে গড়ে তোলো  নতুন দুনিয়া ,
নবদুর্বা আর  কচি আম্রমুকুলের গন্ধ বুকে নিয়ে ।
                                                      -অকবি-