মেঘ-গন্ধা বৃষ্টি রাতভর ,
বুকের ভেতর টাপুর-টুপুর ।
মনের ভিতর রিনিক-ঝিনিক -
নৃত্যের ছন্দে বাজছে নুপূর ।
তোমার বৃষ্টিভেজা চোখের পলক দিয়ে ,
ভালবাসো একটু একটু করে ;
যেমন বৃষ্টির শেষে , ফোঁটা ফোঁটা জল পরে ,
সদ্যস্নাতা জুঁই আর চাঁপা ফুলের শরীর বেয়ে ।


আমরা ভালবাসবো  ,
মেঘমল্লারের মন্দাক্রান্তা আলাপের ছন্দে ;
রাতভর রিমঝিম বৃষ্টির সাথে ,
আবেগের উষ্ণতামাখা তপ্ত আলিঙ্গনে ।
তোমার কুল  ছাপানো এলোকেশ ,
ঢেকে দেবে আমার উদ্ধত নগ্নতাকে ;
যেমন কালো মেঘের রাশি অবগুণ্ঠিত করে -
আকাশছোঁয়া পর্বত শৃঙ্গের উলঙ্গ রুক্ষ পৌরুষকে ।


আমরা ভালবাসবো রাতভর মন্দাক্রান্তা ছন্দে ,
ভালবাসার বর্ষণসিক্ত  পঙ্খপালক -
শুষ্ক হবে আমাদের শরীরের আন্তরিক উষ্ণতায় ।
ভালবাসা চোখ বুঁজে সোহাগী হবে নিশ্চিন্ত রোমান্চে ।।
                                                     - অকবি -