যদি মুঠো ফোন থাকতো ,
রামায়ণ  বোধহয়  অন্য রকম হত !
সীতামাতা সিধা রামকে ফোনে ডাকত ,
হোত পন্ড  রাবণের সীতা অপহরণকান্ড ,
দন্ডকারণ্যেই  হয়ে যেত ভীষণ যুদ্ধকান্ড ।


যদি মুঠো ফোন থাকতো ,
মহাভারতের গল্পটা হয়তো, এক্কেবারে পাল্টে যেত !
পান্ডবদের অজ্ঞাতবাস যেত ভেস্তে ;
মুঠো ফোনের টাওয়ার থেকে  তরিৎ গতিতে ,
কৌরববাহিনী খুঁজে পেতো পান্ডবদের ঠিকানা
হিড়িম্বা আর চিত্রাঙ্গদার কাহিনী তাহলে হোত না রচনা।
কুরুক্ষেত্রের যুদ্ধটাই হয়তো হোতনা -
বেদব্যাসের মহাকাব্য থেকে যেত অজানা ।


যদি মুঠো ফোন থাকতো ,
ভারতের মুক্তিযুদ্ধের ইতিহাসটা, অন্যরকম হত ;
পলাশীর মাঠেই বিদেশীদের কবর খোঁড়া হত ।
তাঁতিয়া টোপি , টিপু সুলতান অথবা বিরসা মুন্ডা ,
ইতিহাসটাকে উল্টেপাল্টে দিত ।
চিটাগাং থেকে বুড়ি বালামের লড়াইগুলো ,
বিষণ্ণ-গৌরবের গল্প না হয়ে বিজয়গাথা হত ।
আন্দামানের সেলুলার জেলের অন্ধকারে ,
রবার্ট   ক্লাইভ , চার্লস টেগার্ট আর ব্রিগেডিয়ার ডায়ার -
দিন কাটাতো পরাজয় আর প্রায়শ্চিত্তের হাহাকারে ।


যদি মুঠো ফোন থাকতো ,
পৃথিবীর ইতিহাসটা কি অন্যরকম হত ?
                                                 - অকবি -