আচ্ছা কবিতা কি বহুরূপী গিরগিটির মত !
কবিতাটা শুরু করেছিলাম ,
আকাশে মেঘের খেলা নিয়ে লিখবো বলে ;
কিন্তু এসে থামলো -
তোমার এলোকেশে আর নাভিদেশে ।
কবিতার লাইনগুলো -
অবাধ্য বাচ্চার মত নিয়ম ভেঙে ,
আমার হাতটাকে নিজের ইচ্ছামত লিখিয়ে নিলো ।
তোমাকে ভুলতে ,
ঘোলাটে মেঘলা আকাশের ছবি আঁকতে চাইছিলাম ।
কিন্তু কবিতাটা বহুরূপীর মত  রঙ  পাল্টে ,
তোমার শরীরের রঙে ভালবাসার রামধনু হল ।


এমনটা হয় বারংবার ,
কবিতা শেষ করে মনে হয়,
এই কবিতা একদম  আমার নয় ।
যদি কবিতার পিতৃত্ব পরীক্ষা হয় ;
প্রমাণ হবে নিশ্চিত ,
এই  কবিতারা আমার ঔরসজাত নয় ।
যদি কবিতারা কথা কয়,
ওদের জন্মরহস্য জানতে ইচ্ছা হয় ।।
                                               - অকবি-