মরণের স্বরূপ নিয়ে নানা  কথা ,
কারো মতে -মৃত্যু হীমশীতল স্তব্ধতা ;
কারো মতে -মরণ তুঁহু মম শ্যাম সমান ।
আমিও একবার মরণকে ছুঁতে চাই  ,
যদি তার স্বরূপ আর অস্তিত্বের প্রমাণ পাই।


বহুব্রীহি জীবনকে ভালবেসেছি আজন্ম ,
সুখ-দুঃখে  ছুঁয়ে দেখেছি বারংবার   ;
কারণ জীবনতো আমার জন্মগত অধিকার ।
মৃত্যু জীবনের সীমানায় বহিরাগত ,
অনধিকার অনুপ্রবেশের অপরাধে অভিযুক্ত ।
প্রিয়জনের শবদেহের আশেপাশে -
ওর পদচিহ্ন দেখেছি  অনেকবার ;
ধাওয়া করে পরাজিত হয়েছি বারবার ।
অতর্কিত হামলার পরে , বহুরূপী আতঙ্কবাদীর মত ,
ত্বরিতে  লুকিয়ে পরে  জীবনের উল্লাসের পিছে ;
বেনাকাব করার প্রচেষ্টা হয়ে যায় নিরর্থক মিছে ।


মরণ কি বিন্দু বিন্দু জীবনের জমাট অন্ধকার !
যেমন অসংখ্য জলবিন্দুর হিমশীতল রূপ গ্লেসিয়ার ।
উষ্ণতার আহ্বানে যেমন গ্লেসিয়ার হয় গঙ্গোত্রী ,
ভালবাসার পরশে কি মরণই হয় জীবনোত্রী ?
                                                            - অকবি -