সকাল থেকে টাপুর-টুপুর ,
ভিজলাম আমি , ভিজলে তুমি
ভিজলো দুপুরে যাদবপুর ।
হাজারো কন্ঠে উঠলো আওয়াজ ,
দুনিয়াটা  বদলে দেবো আজ ।
হাজারো মুঠি উঠলো আকাশে -শপথবদ্ধ  অঙ্গীকার ;
হাজারো ছাত্র  পা মেলালো, মাড়িয়ে যত অবিচার ।
দেশের মানুষ শুনলো আবার , হাজারো কন্ঠে ঐকতান ;
মানুষের মত  বাঁচতে হবে , সব কন্ঠে মিলিত গান ।
শাহবাগ থেকে কামদুনি হয়ে যাদবপুর ,
অবিচার নয় সুবিচার চাই , প্রতিবাদের একই সুর ।
ডান্ডা লাথির বদলা নিতে মিলিত কন্ঠে গানের সুর ,
বারবার সেলাম তোমায় দুঃসাহসী যাদবপুর ।


অভয়া এখনো বিচারের আশে কাঁদে ,
পড়িসনা কোন গলিত রাজনীতির ফাঁদে ।
নির্ভীক তোরা ন্যায়ের পথে অটল থাক ,
সাথে আছে আরো অনেক মানুষ -
এখনো যারা মূক নির্বাক ।
সাহসী তোরা রাস্তা বানিয়ে এগিয়ে চল ,
আসবে বদল , আসছে বদল ,
যতই ওরা ভয় লুকিয়ে ধমক দিক ।


বিশে সেপ্টেম্বরের ভেজা দুপুর ,
রাজার পেটমোটা সেপাইরা নেশায় মগ্ন ভরপুর ।
রাস্তার মিছিলে তখন -
ডান্ডা লাথির বদলা নিতে মিলিত কন্ঠে গানের সুর ;
হাজার হাজার সেলাম তোমায় দুঃসাহসী যাদবপুর ।
                                                         - অকবি -