ছুটি  ছুটি  ছুটি  ,
মজায় মেতে প্রাণের টানে -
খুশির হুটোপুটি ।
চারিদিকে ছুটির মজা ,
বুকের মাঝে, কাশের বনে -
পাগলা হাওয়ার লুটোপুটি ।
পূজো এলো , পূজো গেল - হুউউশ্ ,
এতদিনের যোগাড় যন্তর - ফুউশ্ ।


মায়ের পুজো সাথে পেট পূজো  হল সারা ,
সেজেগুজে ঘোরাও হল এপাড়া-সেপাড়া ।
ঢাকের সাথে ধূনুচি নাচ ,
খিঁচুড়ি ভোগ , বিরিয়ানির সাথে মাংস মাছ ;
সবকিছু হল যেমন হওয়ার কথা ,
তবুও কোথায় যেন একটা ছোট্ট ব্যথা ।
মজাটা যেন শেষ হয়েও হয়নি যে শেষ ,
অকালবোধনে  রয়ে গেল কিছু অপূর্ণতার রেশ ।।
                                         - অকবি-
( কবিতার আসরের সব বন্ধুকে শারদীয়া শুভেচ্ছা জানাই )