পূজার ঢাকের শব্দে  সমাপ্তির লয় -
মা তুমি থাকবে কতক্ষণ ,
ঠাকুর যাবে বিসর্জন ;
টিভিতে -দেশজুড়ে পূজামন্ডপ দর্শন ,
আর  মায়ের বিদায় বেলায় সিঁদুর দান ।
সব  কিছু শীততাপনিয়ন্ত্রিত-
ঠাণ্ডা নিঃসঙ্গ ঘরের কোনে  ,
শরীরবিহীন নিঃশব্দ উৎসব ।


দুটো মুঠো ফোন পুরোপুরি চার্জ ,
একটু পরেই তো শুরু হবে আদান-প্রদান -
শুভবিজয়ার  প্রণাম ,শুভেচ্ছা ও অভিনন্দনের বান ।
শুধু থাকবে না -বুকে বুক মিলিয়ে কোলাকুলি ,
থাকবে না -উত্তপ্ত আলিঙ্গন আর  আশীর্বাদে প্রাণ ;
থাকবে না - মুখে গুঁজে দেওয়া নাড়ুতে কারো স্নেহের ঘ্রাণ !
দুনিয়া কাঁপানো উৎসবের উল্লাস, হাতের মুঠোয় জীবন্মৃত ;
বাঁচার চেষ্টা , নিঃশব্দ রিমোটের রিংটোনের ঝঙ্কারে ঝঙ্কৃত ।


উৎসবের বিদায় বেলায় ,অবসন্ন নিঃসঙ্গ বিষণ্ণতা ;
জীবনটা হাতের মুঠোয় ,একটুকরো উদাসীনতা ।
বিজয়া দশমীর রাতে ,  সব আছে  জাঁকজমক ও সাজসজ্জা ;
নেই উল্লসিত প্রাণের উচ্ছাস  ,
শুধু আছে নিঃসঙ্গ একাকীত্বের নিস্তব্ধ লজ্জা ।
                                                                 - অকবি -
( কবিতার আসরের সব বন্ধু ও এডমিনকে জানাই শুভ বিজয়ার আন্তরিক অভিনন্দন ও  শুভকামনা ।  শুভ ঈদ উপলক্ষে সকলের মঙ্গল কামনা করি )