( পূজো শেষের পরে কিছু টুকরো দৃশ্যের উপস্থাপনা )
            (1)
বরণ ও আরতি সমাপ্ত ,
নীরব হল ঢাকের বাদ্য ;
সাজসজ্জা মেকআপ  ছেড়ে -
আবার ফিরে এলো জীবন গদ্য ।
            (2)
একাদশী দ্বাদশীতে-
চারিদিকে  আবর্জনা আর এঁটো পাতার স্তুপ
রাস্তাগুলো পরিত্যক্ত ধর্ষিতার মত নীরব নিঃশ্চুপ ।
কারো কোন দুঃশ্চিন্তা বা দায় নেই ,
শুধু রাস্তার সারমেয় আর কাকেদের বিশ্রামের ফুরসত্ নেই ।
             (3)
পরিত্যক্ত মন্ডপ -
উৎসব শেষে মৃত কঙ্কালের মত খাড়া ,
মৃত্যুর পরে প্রানহীন শরীর ,
নেই কোন উত্তেজনা, নেই কোন সাড়া ।
              (4)
পার্টনার গান্ধী ময়দানে রাবণ দহনে -
ছিন্নভিন্ন পোশাক আর কিছু নরম জীবন জ্বলন্ত ।
ভিড়ের ধাক্কায় ঊমা মা সপরিবারে পদদলিত ;
নরমাংসের তাজা গন্ধে -
রাক্ষস ও অসুরকুল প্রতিশোধে উল্লসিত ।
রাজা, মন্ত্রী , কোটালেরা ঠান্ডা কামরায় সুরক্ষিত ,
যদিও অসুরক্ষিত মনুষ্যত্ব ক্রুদ্ধ ও স্তম্ভিত ।।
                                                        - অকবি-
( কবিতার আসরের সব বন্ধুকে শুভ বিজয়ার ও ঈদের শুভকামনা জানাই )