( শ্রদ্ধেয় প্রয়াত কবি শ্রী হরবংশরায় বচ্চনের কিছু পংক্তির ভাবানুবাদ দিলাম নীচে । মহান কবির ভাবানুবাদে কোন ত্রুটি হলে ক্ষমা করে দেবেন কবি বন্ধুরা )
                         (1)
কুয়োতে বা দীঘিতে ফাঁকা কলসীকে ঝুঁকতে হয় -
জলে ভরে পূর্ণ হয়ে উঠতে ।
জীবনের হিসাবের অঙ্কটাও একইরকম ,  
আসল কিছু পেতে হলে ঝুঁকতে হয় ;
ঝুঁকতে পারলেই শূন্যতা পূর্ণ হয় ।
                         (2)
ঝুপড়ি আর প্রাসাদে একটাই তফাত্ ,
ঝুপড়ির দরজায় লেখা থাকে ' স্বাগতম ',
প্রাসাদের গেটে নোটিশ টাঙানো থাকে -
' কুকুর হইতে সাবধান ' ।
                        (3)
বিধাতার আশীর্বাদে জীবন পেয়ে  ,
ভোগ আর প্রাচুর্যের খোঁজে -
পুরো জীবনটা খরচা করে দিলাম ।
শেষ বেলায় এসে -
আরো কিছুটা সময়ের ভিক্ষা চেয়ে ,
বাকি জীবনটাও নিঃশেষ করলাম ।
                                            - অকবি -