( কোন না-জানা কবির হিন্দি কবিতার কিছু অংশের ভাবানুবাদ পোস্ট কোরলাম । আশা করি সকলের পছন্দ হবে )
                              (1)
আমি মাটি আঁকড়ে থাকতে ভালবাসি সর্বদা ,
কারণ আমি জানি আমার ক্ষমতার সীমাবদ্ধতা ।
বাঁচার সঠিক উপায়টা শিখেছি সমুদ্দুরের কাছে ,
চুপচাপ  আপন মনে তরঙ্গিত হওয়া -
ও সমুদ্রতটের মত জীবনকে ভালবাসা   ।
                                (2)
অনেক মহার্ঘ্য ঘড়ি ব্যবহার করেও দেখেছি ,
সময় আমার হিসাবমত চলে না ;
সময় সময়ের মত চলে ।
পয়সা দিয়ে সুখ কেনা যায় না ,
আর ,দুঃখের কোন খরিদ্দার পাওয়া যায় না ।
                            (3)
জীবন সম্বন্ধে আমার জ্ঞান সীমিত ,
কিন্তু জেনেছি ,
দেশলাই জীবনে আগুন জ্বালাতে অপ্রয়োজনীয় ,
কারণ মানুষ মানুষের প্রতি  সদাই জ্বলছে হিংসায় ।
                               (4)
প্রতিটি রাত সানন্দে উপভোগ করো ,
জানা নেই ,কোন রাতটা জীবনের শেষ রজনী হবে !
সকলের সাথে ভালবেসে কথা বলো ,
জানা নেই , কোন কথাটা শেষ  উচ্চারিত কথা হবে ।
                                                                  - অকবি-