মেঘমুক্ত নগ্ন আকাশের বুকে-
ঝকঝকে  রূপসী চাঁদ ,
মানুষের চোখে মুগ্ধ বিহ্বলতা ;
কবিরা বিরহে আহত ,
অথবা প্রেমে  চন্দ্রাহত ।
কেউ বলেনা আকাশকে অথবা চন্দ্রিমাকে,
ঘোমটা অথবা বোরখায় নগ্ন রূপ ঢাকতে !


আমি সাজগোজ করে বাইরে বেরোলেই ,
হায় তওবা , হায় তওবা !
আমার কোমরের ভাঁজে -
যদি কারো মন পাগল হয় ;
আমার ভরা বুকের খাঁজে -
যদি কারো শ্বাস রুদ্ধ হয় ;
অপরাধ কি আমার হয় ?
তোমাদের নির্লজ্জ লালসার অপরাধে ,
আমার মুখ ঢাকতে হবে -
ঘোমটা আর বোরখা দিয়ে !
কেন ? কেন? কেন?
                                       -অকবি-