(1)
যদি থাকো চুপচাপ ,
ভাঙবে না লাঠি , মরবে না সাপ ।
ওঠাও লাঠি ,
পালাবে সাপ  - বাপরে বাপ ।
(2)
সাফাই অভিযানে ,
ধূল ময়লা হচ্ছে সাফ ।
পাপের পাহাড় হবে না সাফ ;
কারণ ইতিহাসের পাতায় পাতায় -
জমে আছে  না-ইনসাফ্ ।
(3)
যদি হও ভাল মানুষ ,
সবাই ভাবে বনমানুষ ;
যদি হও বদমাশ ,
সবাই বলবে সাবাশ সাবাশ ।
(4)
পরিধান যদি ধুতি পাঞ্জাবি ,
লোকে ভাবে দেশী মাল ,
হতে পারে বুদ্ধিহীন কবি ।
পরিধান যদি সুট আর টাই ,
সবাই ভাবে -
এর মত বিদ্যাবুদ্ধি আর কারো নাই ।
(5)
মন্দিরে মন্দিরে বাজে আরতির ঘন্টা ,
দাওনা আরো কিছু -
রাখা আছে দানের  বাক্সটা ।
পাড়ায় পাড়ায় বাজে দাদাদের ঘন্টা ,
দাও দাও হাত খুলে আমাদের তোলাটা ।
                                              - অকবি-