আসন্ন শীতের দুপুর-
সারা সকালের আদর গায়ে মেখে ,
বারান্দায় মাদুর পেতে শুয়ে আছে রোদটা ;
বেলা পরে এলো ,
এবার রোদটা আড়মোড়া ভেঙে -
বারান্দা থেকে লাফ দিতে তৈরি ।
উধাও হওয়ার পথে ,  কিছুক্ষণ ঝুলে থাকবে -
পাশের বাড়ির কার্ণিশে ।
এক ঝাঁক পায়রা আর চড়ুই ,
শেষবার গা সেঁকে নেয় সেই উষ্ণতার পরশে ।
রাস্তার মোড়ে ,
আকাশ -ছোঁয়া  শিমুল গাছটা প্রায় ন্যাড়া নগ্ন ।
ফুটপাথের  আবর্জনার স্তূপে , একদল কাক ;
দিনের শেষ খাওয়া নিয়ে কাড়াকাড়িতে মগ্ন ।


আমার বিগতপ্রায় যৌবনটাও ,
ঝুঁকে আছে বারান্দার রেলিং ধরে ;
বিবস্ত্র নগ্ন হয়ে শেষবার দেখছে পিছন ফিরে ,
লাফ দিয়ে পালাবে একটু পরেই ,
বেঁচে থাকবো আমি কবোষ্ণ অপরাহ্ণে ,
পলাতক বসন্তের উষ্ণতার স্বপ্ন বুকে নিয়ে ।।
                                                 -অকবি-