ওগো প্রিয়া ,
তুমি ছিলে  শিখরদশনা  তন্বী ,
ধারালো রূপসী  ধন্যি ।
এখন তো তুমি -
গোলগাল ভারি মান্নিগন্ন্যি  গিন্নি  ।
যখনতখন ধড়ফড় করে হিয়া ;
পানজর্দা মুখেতে  ভরিয়া ,
চাবির গোছা কোমড়ে গুঁজিয়া,
বাজখাঁই শাসনে কাঁপাও দুনিয়া ।


আমি খুঁজে পাই না আর -
তোমার জলতরঙ্গ হাসি ,
সময়ে অসময়ে -
খুনসুটি ভালবাসাবাসি ।
রাতের আঁধারে পাইনা খুঁজে ,
এলোমেলো হওয়া রজনীগন্ধা খোঁপা ;
ঘুম  ভাঙা ভোরে ,
সিঁথি ও কপালে সিঁদুড়ের হোলি খেলা ।
মনে পড়ে,
তোমার এলোমেলো হওয়া কৃষ্ণচূড়া লজ্জা ,
অনেক ছুটির দুপুরবেলা ।


আজও কৃষ্ণচূড়া ফোটে ,
উতলা করা  দখিনা হাওয়ায়  দোলে ;
মনটা কেমন কেমন করে ,
স্মৃতিগুলো টাপুর টুপুর ঝড়ে পরে  ।।
                                                  -অকবি-