জীবনটাকে কৃস্টাল গোলকের ভেতরে রেখে ,
জীবনের  বাইরে থেকে  দেখি ;
সব ঝাপসা , জীবনটা আবছা ।
আরো ভাল করে দেখি ,
একটা তালগোল পাকানো বহুরূপী খিঁচুড়ি ।
মিশে আছে -
কিছু চাওয়া , কিছু না-পাওয়া +
হিসেবের ছেঁড়া খাতা , কয়েকটি কবিতার পাতা +
কিছু বিশ্বাস , অনেক অবিশ্বাস +
একটা রঙচটা খাট , লাজুক যৌবনের হাঁসফাঁস +
টুকরো হাসি,  গুমরানো কান্না +
সংসারের থাপ্পড় , অপূর্ণ বায়না +
বসের লাথি , কিছু ভাঙা আবছা আয়না +
শুকনো গাঁদা আর রজনীগন্ধার ডাঁটি +
সাদা চাদর , পোড়া ধূপের কাঠি ।


জীবন তো দেখা হল -
বল হরি হরিবল ,
তাঁবু খোল্ , তল্পি তুলে ঘরকে চল ।
বল হরি হরিবল ।
                                      -অকবি-
(বন্ধুগণ  কবিতায় যোগ চিহ্নের ব্যবহার করলাম পরীক্ষামূলক
ভাবে । মতামত জানাবেন )