রাত নিঃঝুম নিঃশব্দ ,
পৃথিবীটা একেবারে চুপ ।
আকাশ থেকে -
শিশির ঝড়ছে টুপুর টুপুর টুপ্ ।
বাগানে গোলাপ কুঁড়িগুলো -
ভিজছে টুপটাপ চুপচাপ ।
আধফোটা কুঁড়িগুলো  ,
শিশিরসিক্ত সকালের  ছোঁয়ায়  -
প্রস্ফুটনের প্রতীক্ষায় উন্মুখ ।


ভোরের নরম আলোয় -
কুঁড়িগুলো পাপড়ি মেলতে ব্যস্ত ।
হঠাত্  নিষ্ঠুর  ছুরিকাঘাত ,
না-ফোটা কুঁড়িরা বৃন্তচ্যুত মৃত ।
আরো অনেক মৃত ফুলেদের সাথে ,
পৌঁছে যায় বাজারে -
স্তূপীকৃত  গুলদস্তায় শ্বাসরুদ্ধ  ।
আজ শুভ দিনে  অনেক শুভকাজ ,
অবুঝ   পুষ্পকুঁড়িদের  শবদেহগুলি -
সৌন্দর্য বাড়ায় পূজার ডালায় ;
সুন্দরীদের খোঁপায় আর বাসর সজ্জায় ।
ওদের মৃতদেহগুলি অবশ্য প্রয়োজনীয় পুষ্পার্ঘ্য ,
ঈশ্বরের পূজায় , আমাদের মঙ্গল কামনায় ।


এ কেমন মঙ্গল কামনা ?
নিষ্পাপ সুন্দরের শবের নৈবেদ্যে ,
সত্যসুন্দরের আরাধনা !
                                        - অকবি -