বহুদিন হেঁটেছি একাকী  নিঃসঙ্গ ,
আমার ত্বক পিপাসার্ত ,
একটু ছোঁয়া পাওয়ার আশায়-
শরীর ও মন  আতুর ও তৃষ্ণার্ত ।
একবার আমাকে ছুঁয়ে কাছে নাও ,
একটু উষ্ণতা আর একটু মরমী ভরসা দাও ।


একাকী জীবনটা ভীষণ অসহ্য   ,
একটু ভালবাসার শরীরি ছোঁয়া বিনা -
জীবনের অস্তিত্ব অগ্রাহ্য ।
ফেসবুক আর চ্যাটে অশরীরী বন্ধু অসংখ্য ,
কিন্তু তারা তো কায়াহীন কল্প মাত্র ।
অর্ন্তরাত্মা যখন  -
একান্ত  পরশের আশে  কাঁদে ,
মানুষের ছোঁয়া খুঁজেছি -
মানুষের  ভীড়ে ,   এখানে ওখানে নানা ছাঁদে ।
পেয়েছি অনিচ্ছুক কিছু দেহের ঘর্ষণজাত বিকর্ষণ ,
পাইনি কোন ভাললাগার আকর্ষণ ।


স্পর্শহীন নিঃসঙ্গ একাকিত্ব ,
যেন মহাকাশের অসীম শূন্যতা ;
শরীরের শিরায় শিরায় ,
হিমশীতল শোনিত প্রবাহে নিস্তব্ধতা  ।
একটু কবোষ্ণ ছোঁয়া পেলে ,
ফিরে  পাবো -
ত্বকের উষ্ণতা ,রক্তে উত্তপ্ত উচ্ছলতা ,
বাঁচার ভরসা ,  জীবনের একান্ত ঘনিষ্ঠতা ।।
                                                 - অকবি -