জীবনটা তো সহজ দাহ্য ,
জ্বলতে জ্বলতে খাক হওয়া অমোঘ অনিবার্য  ;
তাই জীবন জ্বলতে থাকে অন্তিম দহন পর্য্যন্ত ।
জীবনের দহনের ধরণটাই ,
নির্দেশ করবে জীবনের অন্তিম  মূল্যায়ন ।


জীবনটাকে জ্বালাতে পারি -
একটা দেশলাইয়ের কাঠির মত ;
মূহূর্তের জ্বলা শুধু অন্যকে জ্বালানোর জন্যে ।
জীবনটাকে জ্বালাতে পারি -
রঙমশালের বা তুবড়ির মত ;
হঠাত্ একরাশ চোখধাঁধানো আলো, ক্ষণিকের  তরে ।
জীবনটাকে জ্বালাতে পারি -
সর্বগ্রাসী ভয়ঙ্কর দাবানলের মত ;
ছাড়খাড় করে দিতে পারি সমাজ ও জীবনকে ।
জীবনটাকে জ্বালাতে পারি -
অর্ধদগ্ধ চিতাকাষ্ঠের বা তুষের মত ;
ধোঁয়া ছড়িয়ে বিনাকারণে  ধিকিধিকি জ্বলা   ।
জীবনটাকে জ্বালাতে পারি -
একটা মোমবাতি বা প্রদীপের মত ;
দীর্ঘ সময় ধরে কোমল আলোর রশ্মি -
আত্মদহন  সকলের মঙ্গলের তরে ।।
                                          - অকবি -