(ক)
মা আর মাটিতে মানুষের অধিকার ।
ঠাকুর পরমহংস বলেছেন -টাকা মাটি ;
সবার টাকাই তাহলে মাটির সমান ,
চিটফান্ডের মাটিতে নেতাদের অবাধ অধিকার
মানতে হবে এই যুক্তিটি জোরদার ,
কথামৃতেই অকাট্য প্রমাণ ।
                                (খ)
ই-যুগের ভগবান বাবারা  ,
স্বর্গ থেকে ঘুরে এসে জন্মেছেন দোবারা ।
দাড়ি গোঁফ দীর্ঘ চুল ,
সবকিছু শাস্ত্র মেনে  নির্ভুল ।
তারপরে সবকিছু উল্টোপাল্টা গন্ডগোল ,
চালচলন জীবনযাত্রা নির্লজ্জ বিলাসবহুল ।
বিশাল প্রাসদোপম আশ্রমে -
অন্ধবিশ্বাসী শিষ্যাদের স্পেশাল সেশন ,
ধর্মের বোরখার নীচে উন্মত্ত যৌন শোষণ ।
ধর্ম , ঈশ্বর সবকিছু বাবাদের শুধুই ভাষণ ,
প্রকৃত  উদ্দেশ্য -আদিম লালসা আর শোষণ ।।
                                                        -অকবি