চলরে চলরে চল
নির্বাচনের বাজে মাদল ,
কালো রাতের গুন্ডাদল ,
চলরে চলরে চল ।
দল বেঁধে আয় ,
সবাই মিলে বাধাই গন্ডগোল ।
চলরে চলরে চল ,
করতে হবে বুথ দখল ;
তবেই হবে  দেশ দখল ,
চলরে চলরে চল ।
গদিখানা হলে দখল ,
গরিবদের  করব বেদখল ;
আকাশ ছোঁবে তাজমহল ।
চলরে চলরে চল ,
আয়রে পোষা গুন্ডা দল ,
করতে হবে  জবরদখল ;
যা পারবি তাই কর দখল ,
আয়রে তোরা গুন্ডাদল ।
চলরে চলরে চল ,
কোশাগার কর দখল ,
  বিরোধীর  রক্তে -
ভিজিয়ে দেরে ধরণীতল ।
চলরে চলরে চল ,
নির্বাচনের বাজে মাদল ।
হাত মেলা সব গুন্ডাদল ,
করতে হবে দেশ দখল ,
গণতন্ত্র হোক না বেদখল ;
মোদের মন্ত্র - জবরদখল ,
চলরে চলরে চল ।।
                                      - অকবি-