নতুন ভাবনায় , নতুন স্বপ্নে -
নতুন কবিতার জন্ম ।
কবিতা ,বুকের ভিতর -
স্বপ্নিভূত অহল্যা ।
স্বতঃস্ফূর্ত আবেগের ছোঁয়া পেয়ে ,
অহল্যা প্রাণ ফিরে পায়  ;
নতুন কবিতার জন্ম হয় ।


কুন্ঠিত আবেগের কোমল পরশে ,
ভাষার পোশাকে সেজে  স্বপ্ন কবিতা হয় ।
ভাষাহারা স্বপ্ন অকালমৃত কবিতা ,
ভেসে পড়ে বেহুলা আবেগ-
প্রাণহীন কবিতাকে বুকে নিয়ে ;
চিন্তনের গভীর থেকে -
শব্দ সংগ্রহ করে অঞ্জলি ভরে ।
শব্দের প্রলেপে কবিতা প্রাণ পায় ,
বেহুলা আবেগ , পুনঃ সীমন্তিনী হয় ;
কবি ও কবিতা  উৎসবে উল্লসিত হয় ।।
                                              -অকবি -