(1)
বাড়িতে ছেলেকে পড়াই ,
গান্ধী , কালাম , নেতাজী ;
অফিসে কন্ট্রাক্টরের গর্দান ধরে ,
পকেটে ভরি -
উপরি  কামাইয়ের তোলাবাজি ।
সন্ধ্যায় বাড়ি ফিরে আবার ডিগবাজি ,
ছেলেকে মন দিয়ে ইতিহাস পড়াই -
গান্ধী , কালাম , নেতাজী ।
               (2)
অফিসে লেটে ঢুকে ,গুছিয়ে বসতেই -
ফ্রি চায়ের কাপে চুক্ চুক্  ;
টেবিলের ফাইল ছোঁয়ার আগেই ,
পাশের টেবিল থেকে মাধবদার থ্রু ;
আজ সকালের কাগজে -
রেপের খবরটা দেখলে গুরু ;
দিনটা ভালোই হল শুরু ।
পুলিশি তদন্ত থেকে সরকার -
সবাইকে নস্যাত্ করে ,
দেশের সব সমস্যার সমাধান করতে ,
গলা শুকিয়ে কাঠ , মস্তিষ্ক উত্তেজিত ;
আরেক কাপ চা ও ব্রেক জরুরি অত্যন্ত ।
অগত্যা  বিশ্রাম নিতে সারা ডিপার্টমেন্ট -
ক্যান্টিনের টেবিলে সমাগত ।


লাঞ্চ শেষে ,
কাজের টেবিলে ফিরে ,
প্রথম ফাইল খুলতেই মনে পড়ে,
আজ ছেলের জন্যে লিখতে হবে  একটা রচনা -
বিষয় " সময়ের দাম " ।
ফাইল রেখে  শুরু করি -
" সময়ের কাজ সময়ে করা জরুরি ,
যেমন পৃথিবীর সময়মত আবর্ত ,
আমাদের অস্তিত্বের প্রাথমিক শর্ত " ।
                                                           - অকবি-