আমি আমাকে খুঁজি ,
আমি তোমাকে খুঁজি -
বর্ষণসিক্ত ধানক্ষেতে , দীঘির গভীরে ;
সখাসখী নদীর পাড়ে ,
মেঘ ডিঙিয়ে আকাশে ।
আমি আমাদের খুঁজি আপনমনে -
মরা চাঁদের আলোয় লন্ডভন্ড বিছানায়,
ঘুঘুডাকা দুপুরের পুকুরপাড়ে কাশবনে ।


আমি খুঁজে ফিরি  আনমনে আপনমনে ,
তোমাকে খুঁজি , আমাকে খুঁজি ।
শেষকালে খুঁজে পাই ,
মনের এক মরচেপরা তালাবন্ধ  কোনে -
চাবিটা নিখোঁজ।
কোন এক দুষ্টু  কৈশোরের দুপুরে ,
দুটো কবুতর সেদিন ,
ডানা ঝাপটে প্রেম করেছিল দীর্ঘক্ষণ ।
ভালবাসার চাবিটা নিয়ে কাড়াকাড়ি ,
সেটা কোথায় হারিয়ে গেল ;
কবুতর জুটিও উধাও হল -
ঠিকানাবিহীন নিরুদ্দেশের দেশে ।
সেদিন থেকে তুমি হলে নিরুদ্দিষ্ট ,
আমি রয়ে গেলাম ঘনিষ্ঠ স্বপ্নে আবিষ্ট ।
এখনো খুঁজে চলেছি ,
জীবনের কোনে কোনে মনে মনে ।
                                           - অকবি -