ঘাটে নৌকা দাঁড়িয়ে অপেক্ষায়,
সারা জীবন বয়ে বেড়ানো -
জীবনভর জমানো বস্তাটা উপুড় করে খুঁজলাম ;
যদি দামি কিছু থেকে যায় -
ট্যাঁকে পুরে নিয়ে নেবো সাথে ।
আঁতিপাতি খুঁজি জীবনের পুঁজি -
পেলাম কিছু ছেঁড়া ডায়েরির  পাতা ,
কিছু জীর্ণ চিঠি , কতগুলো বিবর্ণ ফটো ,
অনেক বিফল স্বপ্নের টুকরো , কিছু দুঃস্বপ্ন ;
ছোট ছোট সুখ আর বেশ কিছু না-সুখ ।
কিন্তু এত খুঁজেও -
পেলাম না কিছু পুঁজি সাথে নেওয়ার মত ।


আবার মাঝির হাঁক ,
তাড়াতাড়ি নৌকায় ওঠার ডাক ।
খালি বস্তাটা ভাসিয়ে দিলাম নদীর স্রোতে ,
ফেলে দেওয়া পরিত্যক্ত স্মৃতিগুলো -
উড়ে গেল হাওয়ার ঝোঁকে ।
নদীতে ভাটার টান ,
চলো মাঝি ভাই নোঙ্গর তোলো ,
ভেসে যাই সাগরের পানে ,যেখানে -
মহামুক্তি অথবা মহামিলন প্রতীক্ষায় আছে ।
                                                        -অকবি-