যেদিন সময় হবে ,
জীবনের শেষ সীমান্ত পেরিয়ে  যাওয়ার ;
আমার  শেষ শয্যা পেতে দিও -
এক দিগন্তহীন সবুজ প্রান্তরে  ,
উন্মুক্ত নীল আকাশের চাঁদোয়ার নিচে ।
কোন ভিড় নয় , কোন ফোঁপানি নয় ;
পৃথিবীর কাছে চাইবো -
শুধু দু-চার ফোঁটা শিশির বিন্দু ,
শেষ পাথেয় সাথে ।
অন্তিম মুহূর্তে নীরব নিবিড় একাকিত্ব চাই ,
পৃথিবীর প্রগাঢ় আলিঙ্গনে ।
তোমরা  দিওনা -
ভারি পুষ্পস্তবক অথবা সুদৃশ্য মালা ,
সাথে দিও কিছু দুর্বাঘাস আর বুনোফুল ।
যদি পারো পাঠিয়ে দিও -
কয়েকটা দোয়েল ও কোকিলের দল ;
পৃথিবী থেকে বিদায়ের পথে ,
বুকে ভরে নেবো ওদের গানের সুর ,
শরীরে মেখে নেবো শিশিরের ছোঁয়া ,
আর যদি চাও ,
পুঁটলিতে দিয়ে দিও কিছু শুভেচ্ছা আর দোয়া ।
                                                 -অকবি -