ফুল এক অপূর্ব সৃষ্টি ,
কোন লিঙ্গ ভেদ নেই ,
মঙ্গল ,অমঙ্গলের বিচার নেই ।
ফুল বিনা পূজার থালি অসম্পূর্ণ ,
পূজায়  অতৃপ্ত বিগ্রহ ।
নবজাতকের জন্মের উৎসবে -
ফুলের স্তবকের সমারোহ ।
শুভবিবাহের শুভক্ষণে -
পুষ্পমাল্য ও রজনীগন্ধায় ,
মনমাতানো রোমাঞ্চের আগ্রহ ।
চির বিদায়ের অন্তিম যাত্রাপথে  -
ফুলসজ্জার পুনরার্ভিবাব ,
শুভকামনার ডালি সাজিয়ে শেষ আশীর্বাদ ।


জন্ম , মৃত্যু ,বিবাহে -
ফুল আর গঙ্গোদক ,
অনিবার্য ও অপরিহার্য ।
দেবাদিদেবের জটাজাত অমৃতধারা মহার্ঘ ,
আর চন্ডালের বাগিচার ফুলের ঐশ্বর্য ;
দুইয়ের  সমান মর্যাদা ।
দেবী গঙ্গার সাথে ,
জাত গোত্রেহীন ফুল একাসনে ।
প্রাচীন শাস্ত্রে নিহিত সাম্যবাদ ?
এক  অদ্ভুত আশ্চর্য  সংবাদ !


(# শেষ পংক্তিতে কয়েকটি লাইন পরিবর্তন করলাম , আশা করি
কবি বন্ধুদের ভাল লাগবে )
                                      -অকবি -