বুকের রক্ত ঝড়ানো কলরব ,
কলরব শেষে আজ জয়ের  উত্সব ।
বিজয়ধ্বনিতে মুখরিত রাজপথ ,
কন্টকহীন হোক ,
তোমাদের ভবিষ্যতের পথ ।
তোমাদের  বুকভরা কলরব ,
যেন কখনো না হয় নীরব ।


পাঞ্চজন্যের নির্ঘোষে -
কুরুক্ষেত্রের যুদ্ধ আজ সমাপ্ত ।
যদিও পাপের হিসাবকিতাব -
এখনো অসমাপ্ত ।
মনে রেখো তোমরা আজ পার্থ ,
সজাগ রাখো গান্ডিব -
আরো অনেক আক্রমণ, করতে হবে ব্যর্থ ।
লড়াই হয়নি শেষ ,
প্রতিক্রিয়ার প্রত্যাঘাত এখনো হয়নি নিঃশেষ ।
কলরব বেঁচে থাক আমাদের বুকে ,
লড়তে হবে বারবার -
অবিচার অন্যায়কে রুখে ।


( আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ' হোক কলরব ' অভিযানের বিজয় উপলক্ষ্যে তাদের অভিনন্দন জানাই । আশা করি সব কবি
বন্ধুরাও ঐ সাহসী ছাত্রদের অভিনন্দন জানাবেন )
                                           - অকবি ।-