শুনেছো  নাকি তোমরা ভাই ,
শহরজুড়ে পাবে নাকি -
বিনামূল্যের ওয়াই-ফাই ।
শপিংমলে , এসি বাসে -
উৎসাহিত হৈচৈ ।
জীবন হবে হাই-ফাই ,
ওয়াই-ফাই ,ওয়াই-ফাই ।


ফুটপাথে ল্যাম্পপোস্টের নীচে ,
রাতের বাসিন্দা হাফিজ ভাই ।
রোজ বাসি খবরের কাগজটা -
রাতের বেলায় পড়া চাই ,
সব খবরের হদিশও তার জানা চাই ।
আমাকে সে কাছে ডেকে প্রশ্ন করে ,
ওয়াই-ফাইটা কি বস্তু ভাই !
মুফতে যদি পাওয়া যায় ,
রোজ তাহলে খেতে পাই ।
বোঝাই আমি অনেক করে ,
নেটওয়ার্কের তথ্য ;
হাফিজ ভাই মাথা নেড়ে কয় ,
বুঝলাম না  ভাই এসবের অর্থ ।
বেঁচে থাক ওয়াই-ফাই ,
যদি রোজ ভিক্ষা জোটে ,
আর দুমুঠো খেতে পাই ।।


(উৎস  : তিলোত্তমা কলকাতা শহরে মেন রাস্তাগুলোর আশেপাশে কোথাও নোংরা ফেলার জন্যে ওয়েস্ট বিন নেই , চতুর্দিকে নোংরা প্লাস্টিকের আর আবর্জনার স্তূপ । এমন শহরজুড়ে ওয়াই-ফাই , সিংগাপুরের দোসর যে ভাই । আর কত রংগ দেখবো রে ভাই !!)                          
-অকবি -