আমরা ছাপোষা মানুষ ,
তোমাদের ধাবমান -
উন্নতির সোপানে পাপোশ ।
আমরা রোদে পুড়ি ,ঘামে ভিজি ,
আমরা বড় বড় বাড়িতে -
বাসন মাজি ।
বালি , ইঁট ,সিমেন্ট  মাথায় বয়ে -
আকাশছোঁয়া শহর গড়ি ।
ঘাম আর বর্ষায় ভিজে -
মোটর গাড়ির রাস্তা বানাই ;
সুইমিং পুল বানিয়ে -
রাস্তার কলে চান করি ।
তোমাদের বিলাসী সভ্যতা -
আমরাই তিলে তিলে গড়ি ।
তারপর আবার কাজ খুঁজে -
রাস্তায় রাস্তায় ঘুরি ;
ফুটপাথে ঘরবাঁধি ,
আমার তৈরি রাস্তায় -
রোজ  গাড়ি চাপা পরে মড়ি ।
আমরা  নোনা রক্তাক্ত ঘাম দিয়ে
তোমাদের ওয়াই-ফাই জীবন গড়ি ;
আমরা ঝুপড়ি আর ফুটপাথে বাস করি ,
আমরা নিজের রক্ত মাংস ফেরি করি ;
আমরা নিছক ছাপোষা পাপোশ ,
আজও নিজের  পরিচয় ও ঠিকানা খুঁজে ফিরি ।।
                                            - অকবি -