প্রিয়  এডমিন ও কবি বন্ধুরা ,
           আপনাদের সামনে আমি একটা প্রস্তাব রাখছি । আশা করি
সবাই একটু চিন্তা ভাবনা করে এব্যাপারে সিদ্ধান্ত নেবেন ।
            আজ যারা শিশু ও কিশোর  , তারাই আগামীকালের বাঙালী
সমাজ ও সংস্কৃতির পতাকা বাহক । ঐ ছোট চারাগাছগুলোকে সযত্নে
পরিচর্যা করে  ও উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব
আমাদের । আমার মনে হয়  এই কবিতার আসরে যদি " ছোটদের বিভাগ " শুরু করা যায় , খুব ভাল হয় । এই আসরে  বুড়ো কবিরা
ছোটদের কবিতা ও ছড়া লিখতে পারবে । সেইসাথে কচি লেখকদের
উৎসাহ দিতে হবে , যাতে ওরা নিজেদের বেশি বেশি লেখা পোস্ট
করে । এই আসরে যত কবি সদস্য আছেন , শুরুতে তাদের
পরিবারের ছোট সদস্যদের যদি সদস্য হতে ও লিখতে উৎসাহিত
করেন তাহলেই আসর জমে যাবে ।
                আশা করি  এরকম অন -লাইন সাইট এই আসর প্রথম শুরু করতে পারে ।
                  সবাইকে শুভেচ্ছা জানাই -