দিনভর রাতভর খুঁজলাম অামাকে,
পেলাম না কোথাও।
খুঁজলাম অনেক -
ঝকমকে হাসিমাখা সকালের বারান্দায় ;
অসাবধানি অন্তর্বাসহীন,
এলোকেশী  অলস দুপুরে,
ছাদের অালসেতে ;
মন খারাপ করা সন্ধ্য়াবেলা,
নির্জন ছায়াঘেরা- 
অালতামাখা  দীঘির কিনারে;
মদালসা রাতে,
 পানশালার অাসরে নিভৃতে একান্তে ;
পেলাম না কোথাও  অামাকে। 


অামি তোমাতে-
 নিখোঁজ হয়েছিলাম সেদিন,
যেদিন  তোমার মায়াবী চোখ ,
অামার চোখে ছুঁয়ে দিয়েছিলে;
অামার দৃষ্টির অামন্ত্রণ  গ্রহণ করেছিলে,
চিবুকে লাজ রক্তিম স্বীকৃতির সাথে।


একমাত্র তুমি -
খুঁজে দিতে পারো অামার অামিকে।
তুমিই গোপনে-
 লুকিয়ে রেখেছো অামাকে;
হয়তো -
তোমার লাস্য়ময় চোখে ,
অতল অশ্রুর গভীরে ;
অথবা,
তোমার  বুকের অন্তরালে,
বোরখা  ঢাকা ভালবাসার ঝাঁপিতে।
কিংবা -
তোমার ঐ নেশা মেশানো,
রক্তিম ঠোঁটের কোনে,
কুহেলি ঢাকা  চাপা হাসিতে।
অনেক খোঁজের শেষে,
জবাব পেলাম -
অামার অামি নিরুদ্দিষ্ট,
তোমার ঠোঁটের কাল তিলে,
অার তোমার এলো খোঁপার বাঁধনে ,
আর তোমার বুকের ভালবাসার কাঁপনে ।।
                                         - অকবি -