তুমি দুহাত বাড়িয়ে দাও
শীতের সকালে শিশিরের মতো
বিন্দু বিন্দু করে জমে থাকবো
শরতের বিকেল এলে
উড়ে যাব কাশফুলের গা ঘেঁষে।


তুমি দুহাত বাড়িয়ে দাও
নরম চাদরে আগলে নিয়ে
পশ্চিমাকাশে রওনা দিব
তীব্র বৃষ্টির মাঝে ও
তোমাকে আগলে রাখব


তুমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে
তোমার নয়নে নয়ন রেখ
আরও কয়েক বছর
স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখবো।


আমি তোমার হয়ে থাকবো
আমি তোমারি মাঝে থাকবো।