কত রাত জেগে পার হয়েছে,
কত নক্ষত্র নিবে গেছে কালো মেঘের মাঝে।
প্রাচীন কষ্টগুলো নতুন সত্যের সন্ধানে,
আগ্রহী শঙ্খচিল, ক্লান্ত এক কোণে
সেদিন বেশ মেঘলা ছিল, মেঘগুলো মেঘকে,,
তারা করে যাচ্ছিল অনবরত।
বোধহয় তারা ক্লান্ত হয় না, বোধ হয় তাদের অনুভূতি নেই।
আমি অনেক কৌতুহলী নিয়ে দেখেছিলাম,
দেখেছিলাম সেই বৃষ্টির প্রথম ফোটা।
দেখেছিলাম ভয়ঙ্কর মেঘের বজ্রপাত,
আমাকে ডাকছে, আমাকে ডাকছে
জানালার ওপাশ থেকে।