সেই কবে বসন্ত আসবে,,
নতুন মনের শাখা-প্রশাখা,
ছড়িয়ে-ছিটিয়ে পত্র হয়ে,
তোমার ডাক ঘরে পৌঁছে যাবে,,


সেই কবে বসন্ত হয়,
শিকল ভেঙ্গে আলো খুজবে,
অন্ধকারের পাখিরা,,
গোধূলি সন্ধানে বের হবে।


জীবনানন্দের বই হাতে,
সত্য শান্তির খোঁজ।


সেই কবে বসন্ত হবে
আবার একটু দেখা দেবে !!