আমি ডানাহারা পাখি, গগনের বুকে থাকি
    সুখের পরশ সর্দার সাথী
ছন্নছাড়া মনে, বাঁধনহারা প্রাণে বিলাসিতার  
          গানে ডাকি
   আমি ডানাহারা পাখি
আকাশে বাতাসে কেন্দ্র করিয়া, চিড়িয়া নীল
        সাদা মেঘ গায়ে মাখি
       আমি বাঁধনহারা পাখি
নীড়ের কোন চিন্তা  নেই, মেঘের শহরে বাসা
বিষন্নতার প্রশ্নই আসেনা, ভালোবাসায়
       প্রতিটা জায়গায় ঠাসা
   বুকে অগাধ আশা
ছিন্নমূলে বীণার বানী অসংখ্য ভালোবাসা
আমি পূর্ণ হৃদয়ের আশা
আমি জ্ঞানহারা চাতক আকাশে
                তাকায় থাকি
নীল দরিয়ার পানিতে অপূর্ণতা, বৃষ্টি
                                গায়ে মাখি
  আমি গগনের বর্ষার সাথী
আমি কালজয়ী ঝড়ো বৈশাখী
আমি ষড়্‌ঋতু, মনের আল্পনায় আকাশটাকে আঁকি