তুই আসিস কোন কবিতার চরণ হয়ে
           মাঝে মাঝে চরণ গুলা পড়বো লিখবো
           মনের খোয়াবে সাজাবে কবির চরণে অবিকল
       হুট করেই নিয়ে যাবো তোকে শাহজাহানের তাজমহল
          হুট করেই নিয়ে যাবো তোকে সাথে আমার চল


    তুই আসিস কবির বৃষ্টির শহরের করে আলিঙ্গন
     তোকে নিয়ে সাজাবো প্রতিটা বৃষ্টি ফোটা রংধনু
          কখনো বৃষ্টি ফোটায় ভেজাবো তোকে
          কখনো কিনে দেবো আলতা স্নো
          তুই আসিস কবির কলমের কালি হয়ে
        আসিস কলমের কালি হয়ে
        সাজাবো মনের রঙে কবির উর্বর সাদা পাতায়
        তোকে নিয়ে লিখবো মনের মতো
          কাব্যের মতো পড়বো নির্দ্বিধায়
             তুই কবির লেখা প্রতিটা ডায়রির পৃষ্ঠায়
       কবি যখন নীরব, নিবৃত্তে মগ্ন নিজের নিজেতে
         তখন বিচরণ করিস কবির মনে
       তোকে নিয়ে সাজাবে রূপকথা
         কখনো পাড়ি দেবে খরস্রোত নদী একমনে
         তুই আসিস নীরবে যতনে
         বিচরণ করিস কবির কবিত্বে সারাক্ষণ
          তুই এলে ছন্দ খুঁজে পাই কবি
       তোর তুইয়ে তে থাকে চেয়ে একধ্যানে