আমি কি তাহারে এখনো ভাবি
নাকি ভুলিনাই কখনো
সমস্থটা জুড়িয়া সে
তবে কি সে পাইয়া ও পাইলো না
যে জনা চাহিয়াছে তারে
কি এ হতাশা জুড়িয়া রহিয়াছে অগোচরে
দৃষ্টি সীমানার বাহীরে
আমি পারিনাই তাহারে বাধিয়া রাখিতে
কেউ তাহারে আনিয়া দে
কে গো সে, যাহারে দেখি নাই কখনো,
কেবলই মুঠোফোনে তাহার সহিত পরিচয়
তাহাতেই সে থাকিয়া গেল দিবানিশি কথা কয়
কে বা ছিল সে, কি বা তাহার মায়া
কাড়িয়া নিয়া গেল আমার পরাণ
হঠাৎ আগমন, কাকা, ফুফু মেহমান
আসিগো এখন আবার আসিবো বলিয়া হারিয়া গেল
দিয়া গেল দুইটা পরাণের বলিদান