হুট করে যদি বসন্ত বিকেলে নামে বৃষ্টি ঝেঁকে
কাগজে মুড়িয়ে ভালোবাসা রাখিস তাই
আবার বিকেলে গোধূলির লগনে
যেন খুঁজে তোকে পাই
করিস নে মান,ঝড়াস নে আঁখি পল্লবের জল
আমি যে পাই নে তাহার তল
বা সাধ্য নেই! নেই তোকে হারানোর বল
করিস নে জমিয়ে অভিমান সব, প্যাচামুখো ভাব
ভাবিস নে এক বসন্ত বৃষ্টিতে ভিজিয়ে গেল চুপচাপ
        আমি আসবো
আসবো আবার আরেক বিকেলে ফুটিয়ে বসন্ত
পুঁসিয়ে নিস জমা যত অনুরাগ