সমাজে যত ধর্ষিতা আছে তাদেরকে দাও আজ ধরে ফাঁসি
কেন বের হয় কোলসিত সমাজে রূপ যে তার সর্বনাশী
ধর্ষিত সকল নারীর জন্য সমাজ পতনশীল
কেমন করে উলঙ্গ পোষাক পড় তুমি নারী, পায়ে দিয়ে হাইহীল
কোন সাহসে নারী রাস্তায় বের হও বুকের উড়না গলে বেধে
ধর্ষককে কেন শুধু তবে দোষারোপ কর, ধর্ষিতা হওতো তুমি নারী সেধে
পোষাকে আশাকে নেই কোন চিহ্ন, বল পার্থক্য নেই পুরুষ নারী
পড় তুমি নারী শার্ট প্যান্ট আর, নাভী বের করে শাড়ী
নারী রূপে আর ধর্ষক তুমি রাস্তায় চল বুক টেনে
ভাবো একটু ধর্ষিতা কী হতে? চললে ধর্মের নীতি একটু মেনে
ধর্ষিতা হও প্রত্যেক রাতে, সমস্যায় তোমার পরিবার
মানছনা তো তুমি কোন নিয়ম নীতি হয়েছ অনুসারী উগ্রবাদী পন্থার
রাত বারোটাই রাস্তায় হাঁটো নেই শরীরে কোন পর্দার উড়না
হারিয়েছ তুমি নিজের ভুলে নারী রুপের সাধনা
নারী তোমার লজ্জা কী হয়না বিসর্জন দিতে অন্ধকারে সম্মান
নারী তুমি কর সৃষ্টি মূলে উগ্রবাদী, কর সাম্যবাদী গান
বল তুমি নারীতে পুরুষে সমানে সমান তাল মেলাচ্ছ তাই
বেরিয়ে পড় জিন্স টপে বুক উঁচু আছে তারতো খবর নাই
ধর্ষিতা হয়ে অন্ধকার সমাজে, সকল দোষে পুরুষ রুপি জানোয়ার
কে আছিস তোরা ধর্ষক পেটা, হাল রাখিস না পালাবার
প্রত্যেক দিনের শিরোনামে ভেসে আসে কেন উমুক জায়গায় গৃহবধু ধর্ষণ
সেই নারীর তুমি দিনের আলোতে ধর্ষককে করেছিলে আকর্ষণ
হাইহীল পায়ে, কাজল চোখে, ঠোঁটে গাঢ় লিপস্টিক
পুরুষ তাকালে চরিত্রহীন নির্লজ্জ সমাজ নজরের নাই তদের ঠিক
উলঙ্গ সমাজে কেবল ধর্ষিতাই হবে, পোশাকের নেই ঠিক অবস্থান
রাতের আঁধারে সেই নারী ইচ্ছাতে নয় জোরে ধর্ষিতা, চিৎকারে বলে বাঁচাও মান
ধর্ষিতা সমাজে কেবল শাস্তি ধর্ষকের, হয়না কেন ধর্ষিতার
তুমিতো নারী বল এক হাতে তালি বাজে না কর বলে জয়জয়কার
নির্লজ্জ জাতী, বেহায়া জাতী তবুও তো নেই তোর হুস
নিক্ষেপ কর, বর্ষণ কর পাথর বৃষ্টি আত্মা হোক সন্তুস
ধর্ষক নয় শুধু ধর্ষিতা ও দুষি কেন মেনে চলে ওয়েস্টার্ন কালচার
নির্লজ্জ দেশে থাক তুমি, বোঝনা কি তুমি হালচাল?
ফাঁসিতে ঝুলাও ঐসকল নারীকে যার ভয় নেই হবে ধর্ষিতা
আগুনে পোড়াও ঐসকল পোষাক যা ধর্ষিতা হতে করে সহযোগিতা
বেলেল্লা আর বেহায়াপনা সমাজের আনাচেকানাচে গেছে শিকড়ের মতো ছেয়ে
তুমিই নারী মূল ধর্ষক, তাই অন্ধকার নেয় তোমাকে ধেয়ে
পুরুষ সেতো বরাবর হায়েনার দল, ন্যূনতম নাই তার হুস
ধর্ষিতা করে অন্য নারীকে, মা-বোন হলেই যত দোষ
পুরুষ তুমি সংযত হও, সংযত কর নারীর লোভ
কাল যে হবেনা তোমার বোনের নাম ধর্ষিতা মেটাতে পারবে কী তখন ক্ষোভ
নিজের ঘরে ধর্ষিতা হলে মিটিং মিছিল হলে রাস্তায় গাড়ি ভাং চুর
ধিক্কার জানাই সেই ধর্ষিতা সমাজে, যা সমাধা হতো গাইলে অন্য সুর
বন্ধ যদি কর ধর্ষিতা সমাজ, বন্ধ কর তবে নোংরামির কালচার
পোড়াও যত বেহায়া পোষাক, লাথি দিয়ে ভাংগ পাঁজরের হার
পর্দা শিখাও মা বোনকে যত, মানতে বল ধর্মের নীতি
তবেই হবে ধর্ষিতা মুক্ত সমাজ আর উঠবেনা সুর সমাজে থাকবেনা  ধর্ষণের স্মৃতি