হয়নি বলে কথা আজ অভিমানের শহরে
          জমেছে ব্যাথার ভীড়
হয়নি বলে কথা আজও হয়নি বাধা
       ভেঙ্গে গেছে অনেক নীড়
হয়নি বলে কথা আজও নিশ্চুপ এখনো
     হয়নি যাওয়া দু'পা এগিয়ে
হয়নি বলে কথা আজও একা বসে ঘরে
     ভালোবাসা গেছে হারিয়ে
আজও হয়নি বলে কথা কত ভালোবাসা
            অচিরে গেছে হারিয়ে
শুধু হয়নি বলে কথা দম আটকে গেছে
      বন্ধি চার দেয়ালের প্রাচীরে
হয়নি বলে কথা কত সংসার ভেঙ্গে গেল
        লাগলো না কখনো জোড়া
হয়নি বলে কথা ভালোবাসা প্রকাশ পায়নি
আজও রয়েগেছে রঙিন কাগজে মোড়া
হয়নি বলে কথা কত ছেলে মেয়ে নষ্ট হলো
     কেউ দেখলো না কখনো তাকিয়ে
সন্তানের জন্য সময় পেলনা বাবা-মা
   শুধু থাকবে বলে সমাজে মাথা উচিয়ে
হয়নি বলে কথা আজ কত বাবা-মা বিদ্ধাশ্রমে
        ফেলছে বসে চোখের জল
আজও হয়নি ফোনে কথা, গেলনা বিদ্ধাশ্রমে খোকা
        কেটে যাচ্ছে দিন অবিচল
আজও হয়নি বলে কথা রহিম চাচা এখনো কাঁদে
         ছেলে গেছে নষ্ট হয়ে
শুধু হয়নি বলে কথা দূভোগ্য নেমে আসলো
       কলিম শেখের জীবনে বয়ে
             শুধু হয়নি বলে কথা
হয়নি বলে কথা আজও নিশ্চুপে ছলছল আখি
      জল বয়ে যায় বুকে চুয়ে
শুধু হয়নি বলে কথা নিশুদা মুমূর্ষু আজও
         হয়নি থাকা হাসপাতালে শুয়ে
কেন আজ ভীড়ের শহরে নিশ্চুপ সবাই?
      কেন মন খুলে হয়ে উঠেনা কথা?
কেন আজ সবাই মুখ বন্ধ করে থাকে নিজে করেছে একা?
    শুধু কী হয়নি বলে কথা???