কী মা তুই কাদিস কেন?
    কী এতো দু:খ তোর মনে?
নাওয়া নেই তোর,বাধিস নি চুল
    বসে আছিস এক কোনে!!!
চোখ মুছ মা দু:খ নেই তোর
আমি আছি তোর সাথে,
আমি আছি চারপাশে তোর
      শিশির ভেজা প্রভাতে।
আমি যায়নি, হারায়নি আমি
মিশে আছি তোর চারপাশে ,
  ভোরের শিশির হাঁসবেনা একা
আমি যে আছি তোর কাছে।
আমি তো মা লক্ষ মায়ের ঘরে
  আলো করে তদের কোল,
আমি আছি প্রত্যেক বোনের
অভাব পুরনের জন্য ! হয়েছি কানের দুুূল।
মা তোর আমি মান রেখিছি,
  রেখেছি যতরে তোর লাজ লজ্জা
আমি তো মা তোর নিদ্রার পাহারাদার
  বিশ্রাম নে তুই  শুয়ে সজ্জায়।
আমি তো শুধু তোর একা নয়,
    রাখিস নে তোর কোলে বাঁধা,
আমি নিবিয়েছি আমার দায়িত্ব
   ভেঙ্গে দিয়েছে অনেক ধাধা।
মা তোই কাঁদিস নে আর ওরা নিতে পারেনি!
সামান্য গোলাবারুদের ভয়ে,
তোর ভালোবাসা আমাকে ফিরিয়ে এনেছে
    হয়েছি বাঁধা তাদের জয়ে।
চোখ মুছ তোর দু:খ কিসের?
   আমি আছি তোর কাছে।
সুরবিত তোর আচলের গন্ধে বাঁধা  পড়েছি
    লুকিয়েছি তো পাছে।
কাঁদিস নে তুই লুকিয়ে গেছি
আর সন্তান তাকিয়ে তোর মুখে
   টেনে নে তুই দুহাত বাড়িয়ে
ভালোবাসা ভরা তোর বুকে।
আমি আসবো প্রত্যেকটি বীরের
      কাদেতে বর করে।
যেখানে আছে মায়ের ভালোবাসা
      অবিরত আনন্দ ঝরে।
আমি তোর বীর সন্তান
     ফুটিয়েছি তোর মুখের হাঁসি
কাদিস নে তুই ধরে রাখিস
    হসনে কভু উদাসি।