কেন আজ খুনখারাপি আর রাহাজানি আজ এই পৃথিবীর তরে,,
ভাবছনা কেন যাদের মারছ, উপরে উঠছ তাদের পিঠে ভর করে
মানুষ মানুষের জন্য তবে এই কথাটি করছ না আর কেন স্বীকার
করে নিচ্ছ ধন দৌলত আর সব কিছু ছিটেফোঁটাও আর নেই গরীবের অধিকার
গড়ে উঠেছে সমাজে আজ শিরমনি যত
পাষন হচ্ছে আজ তারা তত
হারিয়ে বিচার বুদ্ধি মানুষ জন্ম করেছে অষাঢ়
কোন কিছুই আর নেই বাকি
করে নিচ্ছে আসন বসার,  
পড়ালেখা ছেরে অফিস আদালতে যাচ্ছে পকেট ভরতে
টেবিলের নিচে হাত বাড়িয়ে হারামকে হজম করতে
হচ্ছে তারা উচ্চ বিলাসী গরীবের রক্ত চুষে,
একটা সই করতে নিচ্ছে পাঁচশ টাকার নোট কোষে
কেন এই নীতি??? বন্ধ কর যত আছে আফিস আদালত
হক ফিরিয়ে দাও গরীবের আজ, আছে যত ধন দৌলত
এটাই কী ছিল রাসূলের নীতি আজ সমাজে যা হচ্ছে???
যেখানে বলেছেন সাহায্য কর,  
অন্যর লাভের জন্য দাও বাড়িয়ে বুক, দাও পকেট থেকে গচ্ছে
বন্ধ কর আজ চালু যত নোংরা নীতি, সমাজে যা প্রতিষ্ঠত
শুরু কর আল্লাহ রাসূলের নীতি নাহলে হবে ভষ্ঠিত
শুরু কর মানব সেবা, বিলিয়ে দাও নিজেকে
সেবাই ধর্ম, সবাই কর্ম জানিয়ে দাও বিশ্বে
মানুষ মানুষের জন্য
অন্যর মুখে হাসি ফুটিয়ে মানব জন্ম কর অনন্য