ভরা যৌবনে পরিপূর্ণ আবেগে টইটম্বুর মনের আকাশ
কত যে সন্ধিকালের সময় কেটে গেল করা হলো না কখনো নিকাশ
আমিও তো পারি মুক্ত আকাশে মেলে দিতে ডানা
                             সদ্য শেখা পাখির ছানা
আমিও তো পারি নীলিমায় বিলীন,,, কে করে ছিল মোরে মানা
পারি নাই আমি উড়াল দিতে মুক্ত আকাশে, নিতে পারি নাই বেজায় সুখ
পারি নাই আমি ভরা যৌবনে সুখের মিলনে, হতে চির চেনা প্রিয় মুখ
পারি নাই করতে আমি ভরা যৌবনে নিজের পূর্ণ প্রকাশ
               মধ্যেবিত্ততা ছিল আমার গলা চেপে ধরে
                  বেকারত্ব প্রতিনিয়তই করেছিল হতাশ
ধুমরে মুছরে পাজরের হার এক হয়েছে বারবার
আমি হাসতে পারি নাই চোয়াল চিরে
মধ্যবিত্তের বেকারত্ব শহরে সহস্রবার হারিয়েছি
           এক চিরচেনা ব্যথার ভীরে
যেতে পারি নাই নীড়ে, হাসিমুখে কখনো ফিরে
ঠুনকো হাসিতে ঠোঁটের ব্যাধিতে শীর্ণ দেহ ধীরে ধীরে
কী বা বলবো কি বা ছিল দোষ মধ্যবিত্তের ছিদ্র টিনের ঘরে
কেন বা ছিল মনে টইটম্বুর রস??? শুয়ে দেখতে হত কেন!
পূর্ণ সকালের স্বপ্ন আকাশের তারার প্রহর গুনে
টিনের কানাই বিশাল আকাশ মিট মিট জ্বলা তারা
কখনো দু’মুঠো শুকনো মুড়ি চিবিয়ে ঘন ঘন দিশেহারা
বেকারত্ব ব্যাধিতে বৈঠা বাইতে জীবন খেয়ার শেষ পাড়
জীবনের দেনা চোকাতে সব শেষ, হতে মৃত্যুর দ্বার
মধ্যবিত্তের বারবার চেপে ধরে গলা, ছেড়া চটি পদভার
নিবু নিবু নিঃশ্বাস প্রহসন করে আমি নিশ্চুপ বেকার.....