শহরের সব ল্যাম্পপোস্টের আলো জরো করে
যদি এনে দেই শহরের নির্জনতা
যদি থেকে মন উঁকি দিয়ে ওঠে
এক স্তব্ধ প্রীতির প্রবণতা
তবে কি তুমি আমি মিলিত হবো!
কোন এক কুয়াশা বৃষ্টির রাতে?
আমি মেইন লাইনের মাঝ থেকে আনব
নাম না জানা ফুলের থোকা, প্রভাতে-
জেগে জেগে ডেকে যাবে কিছু গলির কুকুর
যেন কানে ভেঁজে উঠবে পিয়ানোর সুর
অথবা পাশে এসে সংখ্যা হবে তিন
অভয় দেবে মন হাত ধরতে হবে তার
পরিস্ফুটিত হবে ভোরের আলোয়
অনাগত নিষিদ্ধ দিন