যখন চারদিকে অন্ধকার ছেয়ে আসে
তখন তারার মতো মিটমিট কিছু প্রদীপ জ্বলে
কসরত দেখিয়ে আলোর দেয়ার ভেঙ্গে
আবার অন্ধকারে বিলীন কালের ছলে
সে ক্ষনিকের আলো
যতক্ষণ না নেমে আসে নক্ষত্রের রাত
যে অন্ধকারের বাধা চুকিয়ে আলো ছড়ায়
তবে কি কিছুটা স্বস্তি, কোপকাত
তিমির হননে,বৃথা মননে,ক্লান্ত কেবলই ক্লান্ত
যতক্ষণ না নেমে আসে নক্ষত্রের রাত
কুহুকের কুহেলিকা প্রহরে ঘুচাই ছায়া
কখনো অট্টহাসিতে বিহ্বল নেশায় বাজিমাত


যখন অন্ধকার ছেয়ে আসে আকাশ বেয়ে
আমি ক্লান্ত, সর্বশান্ত নিদ্রার নাশকতায় বিভোর
আমি পাইনা খুঁজে অস্তিত্ব, দেখেনি কখনো
                              আয়নায় চেয়ে