তুমি আসবে বলে যখন আমাকে প্রতিশ্রুতি দিলে তখন থেকে আমি
                     তোমার অপেক্ষায় অনবদ্য ভাবে তাকিয়ে থাকি
        অপেক্ষা করি তুমি আসবে, এসে বলবে এইতো আমি এসে গেছি
                 আর চিন্তা করিস না, আর তোকে করতে হবে না প্রতীক্ষা
গগনের সূর্য জ্বলার পূর্ব মুহূর্ত থেকে শুরু করে অস্ত যাওয়ার পূর্ব মুহুর্ত
           আমি তাকিয়ে থাকি যে রাস্তা দিয়ে যাওয়ার সময় বলেছিলে
                   তুমি আসবে, আবার সব ঠিক হয়ে যাবে, তুমি আসবে
    আমি এখনো তোমার জন্য অপেক্ষায়, সেদিন হয়তো এখনো আসেনি
          যে পথে তোমাকে পাওয়ার জন্য অপেক্ষা করতে শুরু করিয়ে ছিল
                   আমি এখনো সেই পথের নতুন আলোর জন্য চেয়ে থাকি
                      তুমি বলেছিলে আমার হাত ধরে.... তুমি আসবে
সকাল সন্ধ্যা আমার কাছে এখন আমার কাছে কোন পার্থক্য মনে হয়না
            কেবল অনুশোচনা শুধু তোমার অস্তিত্বের আনাগোনা
কত রাতদিন যে একাকার হয়েছে মনে হয়না হয়েছে বলে তা গুনা!
আজ চোখের ভাজে একটা কালো রঙের স্তর হয়ে গেছে...
অবশ্য গায়ের রং শ্যামলা বলে বেশি একটা ‍বুঝা যায়না...সুরমা মনে হয়
    অনেকে অনেক কিছু বলে... তুমি নাকি আমাকে ভুলে গেছ
               আচ্ছা তা কি কখনো হয় বলো??
     আমিতো জানি তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছ তুমি আসবে
    আমার জন্য নিয়ে আসবে নতুন ভাবে সাজানো জন্য সরঞ্জাম
       সেটা তো আর তারা জানেনা !তাই কথা শুনায় আমাকে
       তবে আমি জানি তুমি আসবে..আমার অপেক্ষা যে বৃথা যাওয়ার নয়
       আমি ততদিন তোমার জন্য অপেক্ষা করবো যতদিন না তুমি আসো
বলুক লোকে মন্দ তাতে আমার কী? আমি তো আর তাদের কথা শুনি না!
   না হয় তুমি এসে আমাকে আর না পেলে!
   তবুও তো আমার অপেক্ষা বৃথা গেলনা!
           আমি জানিতো তুমি আসবে প্রতিশ্রুতি তো আর ভুলতে পারনাই
           এসেছ আজ খুব ভালো হয়েছে... দেখুক লোকে
            তোমার জন্য অপেক্ষা আমার ভুল হয়নি
এখন খুব করে সাজিয়ে দাও তো আমাকে...চকচকে সাদা কাপরটাই
  দেখেছ কত সুন্দর দেখাচ্ছে আমাকে...আদর,সুরমা দিতে ভুলনা কিন্তু
  তাহলে অপূর্ণতা থেকে যাবে
  আমি জানিতো তুমি আসবে